মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার জেরেমি ও. হ্যারিসকে মাদকসহ আটক করেছে জাপানের কর্তৃপক্ষ। গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে জাপানে আসার পথে ওকিনাওয়ার নাহা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর লাগেজ তল্লাশির সময় কাস্টমস কর্মকর্তারা এমডিএমএ–র অল্প পরিমাণ দ্রব্য খুঁজে পান। বিষয়টি নিশ্চিত করেছে ওকিনাওয়া আঞ্চলিক শুল্ক দপ্তর।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হ্যারিসের লাগেজ থেকে এক গ্রামেরও কম এমডিএমএ উদ্ধার হওয়ার পর ৩৬ বছর বয়সী এই অভিনেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ব্যক্তিগত কাজে জাপানে যাচ্ছিলেন এবং যুক্তরাজ্য থেকে উড়ে এসে তাইওয়ান হয়ে জাপানে পৌঁছান। গ্রেপ্তারের পর থেকে টমিগুসুকু থানার হেফাজতেই রয়েছেন তিনি।

আরও
পুলিশ জানায়, অভিযোগ স্বীকার–অস্বীকার বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। বৃহস্পতিবার শুল্ক বিভাগ আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জাপানে মাদক–সংক্রান্ত অপরাধে কঠোরতম আইন কার্যকর রয়েছে; অল্প পরিমাণ মাদকদ্রব্য বহনের মামলায়ও বিদেশিদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়ে থাকে।
২০১৮ সালে ‘স্লেভ প্লে’ নাটকের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন জেরেমি ও. হ্যারিস। টনি অ্যাওয়ার্ডে সেরা নাটক বিভাগে মনোনয়ন পাওয়া এই নাটকের পাশাপাশি তিনি এইচবিও–র জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র প্রযোজনায় যুক্ত ছিলেন। ‘গসিপ গার্ল’ ও ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস’–সহ একাধিক আলোচিত সিরিজে অভিনয়ও করেছেন তিনি।











