সর্বশেষ

ভিসা নিয়ে জরুরি বার্তা

Visa ismauil01

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কায় আটকা পড়া বিদেশি নাগরিকদের সুবিধার্থে বিশেষ ভিসা ব্যবস্থা ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার রাতের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কান হাইকমিশন এ জরুরি সিদ্ধান্তের কথা জানায়।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ২৮ নভেম্বর বা তার পর শ্রীলঙ্কা ত্যাগের নির্ধারিত তারিখ থাকা বিদেশি ভ্রমণকারীরা ফ্লাইট বাতিল বা খারাপ আবহাওয়ার কারণে দেশ ছাড়তে না পারলে তাদের ভিসা নবায়নের ফি ও ওভারস্টে জরিমানা মওকুফ করা হবে। আবহাওজনিত জটিলতায় ভ্রমণ বিলম্বের শিকার পর্যটকদের মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া স্বল্পমেয়াদি ট্যুরিস্ট ও বিজনেস ভিসাধারী, পাশাপাশি রেসিডেন্স ভিসা হোল্ডারদের ভিসা নবায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। পর্যটন ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ইমিগ্রেশন দফতরের অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে বলেও জানানো হয়েছে।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন দফতর জানিয়েছে, দেশের আবহাওয়া পরিস্থিতি ও ফ্লাইট চলাচলের ওপর তারা নিবিড় নজর রাখছে। প্রয়োজনে বিদেশি নাগরিকদের জন্য আরও নির্দেশনা ও সহায়ক ঘোষণা জারি করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup