সর্বশেষ

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম চাঁদপুরের হুমায়রা

Humaria2

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নারীদের বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ। ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা এবং কায়রানি নফসুল মুতমাইন্না অর্জন করেন।

Humaira from Chandpur wins first place in international Quran competition in Egypt

পুরুষদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম। ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকীম ও সওলা মুহাম্মাদ দিয়া আল হক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। বিজয়ীদের নাম এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবং পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের ইমাম ও কারি শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদ এর আগে ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন।

Humaria3

হুমায়রার স্বামী, মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী, তার সাফল্যকে বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “হুমায়রার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে।”

চাঁদপুরের এই কৃতিসন্তান নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরে জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup