দুই বছর ধরে গভীর প্রেমের সম্পর্কে ছিলেন এক তরুণ-তরুণী। ভবিষ্যতে একসঙ্গে সংসার করার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই এক পারিবারিক নৈশভোজে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা, যা মুহূর্তেই ওলটপালট করে দেয় তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ।
সম্প্রতি প্রেমিকের পরিবারের সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলেন তরুণী। নৈশভোজ শেষে প্রেমিকের মা পরিবারের পুরনো ফটো অ্যালবাম বের করেন। হাসিঠাট্টার মধ্যেই তিনি এক ছবির দিকে ইঙ্গিত করে বলেন, ছবির সেই মানুষটি তাঁর সন্তানের পিতা। আর তখনই হতবাক হয়ে যান তরুণী—কারণ ছবিতে থাকা মানুষটি আর কেউ নন, তাঁর নিজের পিতা! মুহূর্তেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
ঘটনার পর হতবিহ্বল তরুণী বুঝে উঠতে পারেননি, কীভাবে এই সত্যের মুখোমুখি হবেন। অবশেষে পরামর্শের আশায় তিনি আশ্রয় নেন সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এর। সেখানে তিনি লেখেন, “দু’বছর সম্পর্কে থাকার পর জানতে পারলাম, আমার প্রেমিক আসলে আমার সৎভাই।”
আরও
তরুণী জানান, তাঁর মা-বাবার বিচ্ছেদের পর পিতা নতুন করে সংসার শুরু করেছিলেন, যার খবর তিনি আগে জানতেন না। প্রেমিকের বাড়িতে গিয়ে ফটো অ্যালবামের মাধ্যমে প্রথমবার জানতে পারেন এই অজানা সম্পর্কের কথা। এই চমকপ্রদ সত্য প্রকাশের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
রেডিটে ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ পরামর্শ দিয়েছেন বিষয়টি প্রেমিকের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে, আবার কেউ সতর্ক করে বলেছেন, “এমন পরিস্থিতিতে চুপ থাকাই শ্রেয়, কারণ এক কথায় সব আরও জটিল হয়ে যেতে পারে।” ঘটনাটি নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।










