সর্বশেষ

ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ

9 kuwaiti planes make emergency landing in iraq

আকাশে ঘন কুয়াশা ও দৃষ্টিসীমা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় কুয়েতের অন্তত নয়টি যাত্রীবাহী বিমান ইরাকে জরুরি অবতরণ করেছে। রোববার এসব বিমান ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, কুয়েতি বিমানের অবতরণ করা হয়েছে ‘সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার’ নীতির আওতায়। এই নীতির অধীনে কোনো দেশের বিমান প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে আগাম অনুমতি ছাড়াই অন্য দেশে অবতরণের অনুমতি পায়। তিনি আরও জানান, সব বিমানই নিরাপদে অবতরণ করেছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।

ইরাকের বসরা, কুয়েতের উপকূলীয় অঞ্চল এবং ইরানের আহভাজ এলাকাজুড়ে ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে, যার ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশার কারণে ওই অঞ্চলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে।

ইরাকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিমানবন্দরই নির্ধারিত ও অনির্ধারিত ফ্লাইটের জরুরি অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রোববার বসরা আন্তর্জাতিক বিমানবন্দর নয়টি কুয়েতি বিমান ও তাদের যাত্রীদের নির্বিঘ্নে সেবা দিয়েছে এবং নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

বসরা বিমানবন্দর প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আকাশপথে চলাচল স্বাভাবিক রাখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছেন।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup