সর্বশেষ

দুবাই থেকে আসা ফ্লাইট পড়লো সাগরে

487b1decad4a3f1bb1ab72ba51948508e05de6fc417c2374

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুই কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

Eisamay 2025 10 20 4jjpvmyr hong kong plane crash

স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা একটি কার্গো বিমান হংকংয়ে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় সেখানে অবস্থানরত একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান।

পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়। তবে বিমানে থাকা চারজন ক্রু সদস্য অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর তারা দরজা ভেঙে বের হয়ে আসেন এবং দ্রুত উদ্ধার করা হয়।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং দৃশ্যমানতা ভালো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

তারা আরও জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং দুর্ঘটনার কারণে অন্য কোনো ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup