জার্মানির মিউনিখ বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতিতে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে এক ডজনেরও বেশি ফ্লাইট স্থগিত ও বাতিল করা হয় এবং পরিস্থিতি গুরুতর হওয়ায় বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরে শুক্রবার পুনরায় বিমানবন্দর চালু করা হয়।
মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে প্রায় ৩,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আরও ১৫টি ফ্লাইটকে নিকটবর্তী শহরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। লুফথানসার মুখপাত্র জানান, সূচি অনুযায়ী বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে এবং শিডিউল বিপর্যয় কাটানোর চেষ্টা চলছে।

আরও
ড্রোনগুলোর উৎপত্তি ও প্রকৃতি এখনো নিশ্চিত করা যায়নি। ইউরোপের সাম্প্রতিক সময়ে কয়েকটি বিমানবন্দরও অজ্ঞাত ড্রোনের কারণে সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। মিউনিখ বিমানবন্দরকে সতর্ক করার পর সামরিক বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। নিরাপত্তার কারণে অবতরণের জন্য নির্ধারিত কিছু ফ্লাইটকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা ও ফ্রাঙ্কফুর্টে পাঠানো হয়।
ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান বায়ার জানিয়েছেন, ড্রোনগুলো প্রথমবার রাত সাড়ে ১১টায় দেখা যায় এবং পরে আবার এক ঘণ্টা পর আবারও লক্ষ্য করা হয়। তদুপরি, অন্ধকার থাকায় ড্রোনের ধরন, আকার বা উৎপত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো বেলজিয়াম থেকে মিউনিখে প্রবেশ করেছে। বেলজিয়াম কর্তৃপক্ষও এই রহস্যজনক ড্রোনের উপস্থিতিতে আতঙ্কিত হয়েছে এবং জানিয়েছে, এগুলো তাদের নয়। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে এবং কে এগুলো পরিচালনা করছে তা এখনো স্পষ্ট নয়।











