সর্বশেষ

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

My wife decides when to attack netanyahu

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাব দেন এবং আরবদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নেতানিয়াহু রসিকতার সুরে বলেন, তার স্ত্রীই নাকি বক্তৃতা লেখেন এবং কখন হামলা চালানো হবে সেটিও তিনি নির্ধারণ করেন। তিনি দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাসজুড়ে নির্যাতন ও অপবাদের শিকার হলেও বর্তমানে তারা প্রতিরোধ করার মতো শক্তি অর্জন করেছে। তার ভাষায়, “আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, গাজায় চলমান যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে।

আরবদের উদ্দেশে নেতানিয়াহুর বক্তব্য ছিল আরও কড়া। তিনি অভিযোগ করেন, আরবরাই ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তার দাবি অনুযায়ী, প্রচলিত অভিযোগের বিপরীতে ইহুদিরা নয়, বরং আরবরাই ইহুদিদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করেছিল।

এই বক্তব্যের কারণে নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, তার উসকানিমূলক মন্তব্য শুধু চলমান উত্তেজনাকেই বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে।

সূত্র : ইয়াফা নিউজ নেটওয়ার্ক

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup