সর্বশেষ

ফ্লাইটে ধূমপান, ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা, অতঃপর…

flight

ফুকেত থেকে মুম্বইগামী বিমানে বড় ধরনের নিরাপত্তাজনিত ঘটনা ঘটলো এক যাত্রীর বেপরোয়া আচরণে। বিমানের ল্যাভেটরিতে ধূমপান করে আতঙ্ক সৃষ্টি করেন দক্ষিণ মুম্বইয়ের নেপিয়েনসি রোডের বাসিন্দা ২৫ বছর বয়সী ভব্য গৌতম জৈন। বিমান অবতরণের পরই তাকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

শুক্রবার রাতে আকাশপথে চলাচলরত অবস্থায় হঠাৎ বিমানের টয়লেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। ক্রুদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানের নিরাপদ অবতরণের পর অভিযুক্ত যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ভব্য জৈন বিমানের ল্যাভেটরিতে সিগারেট জ্বালিয়েছিলেন। ভারতের বিদ্যমান বিমান চলাচল আইন অনুযায়ী যাত্রীবাহী বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভাঙার অপরাধে ভব্যের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনায় সাময়িক আতঙ্ক কাটলেও যাত্রীদের নিরাপত্তা প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং যাত্রী আচরণ পর্যবেক্ষণে কড়া নজরদারি চালানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup