সর্বশেষ

পশ্চিমাদের স্বীকৃতির পর ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে যা বললেন নেতানিয়াহু

What netanyahu said about the formation of a palestinian state after western recognition

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একই সময়ে তিনটি দেশ এ ঘোষণা দেয়। শক্তিশালী পশ্চিমা দেশগুলোর এ সিদ্ধান্তকে ফিলিস্তিনসহ বিশ্বের বহু দেশ স্বাগত জানিয়েছে।

তবে এই স্বীকৃতির তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, কখনও ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। ৭ অক্টোবরের ঘটনার পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তারা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে বলেও অভিযোগ করেন তিনি।

নেতানিয়াহু আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতিসংঘ অধিবেশন ও যুক্তরাষ্ট্র সফর শেষে এই সিদ্ধান্তের জবাব দেওয়া হবে। তার দাবি, কোনোভাবেই জর্ডানের পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দেন, যুক্তরাজ্য শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ভবিষ্যতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করবে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে। দেশটির সরকার জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা অঞ্চলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করতে চায়। এ স্বীকৃতিকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup