সর্বশেষ

বিমানবন্দরে সাইবার হামলার পর শত শত ফ্লাইট বাতিল

Hundreds of flights canceled after cyberattack at airport

ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর মারাত্মক সাইবার হামলার মুখে পড়েছে। চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স।

শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে এবং সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে। এ সংস্থা বিশ্বের অনেক বড় এয়ারলাইন্স ও বিমানবন্দরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।

সাইবার হামলার ফলে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। এর জেরে একের পর এক ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের মোবাইল নম্বরে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ইউরোপের সব বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি; ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ম্যানুয়ালি পরিষেবা দেওয়া হবে। এতে বাড়তি সময় লাগছে এবং ত্রুটি দ্রুত সমাধান না হলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় প্রায় এক ঘণ্টা পিছিয়ে যেতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup