সর্বশেষ

নিরাপত্তা ঝুঁকিতে বিমানবন্দর, সব ফ্লাইট বাতিল

All flights at the airport are canceled.

অভূতপূর্ব ও নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুপুরের পর থেকে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কোঠেশ্বর এলাকায় হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। তিনি বলেন, “বিমানবন্দর পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে ফ্লাইট পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে।”

মূলত ক্রু সদস্যরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় কোনো ফ্লাইট উড্ডয়ন সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দেশীয় বিমান সংস্থা বুদ্ধ এয়ারসহ সব কোম্পানি তাদের ফ্লাইট স্থগিত করেছে।

অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ বাড়লেও কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup