সর্বশেষ

ইউরোপের সেই দেশগুলো, যেখানে বসবাস করলেই দেয় সরকার টাকা

Those european countries where the government gives you money just for living

প্রবাস জীবনের ব্যয়-ভার ও সময়সাপেক্ষতা অনেকেরই জন্য চ্যালেঞ্জ। কিন্তু ইউরোপের কিছু দেশ আছে, যেখানে শুধু সেখানে বসবাস করলেই সরকার অর্থ দিয়ে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করছে।

মূলত জনসংখ্যা হ্রাস ও গ্রামীণ এলাকা পুনর্জাগরণের প্রয়াসে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় বাড়ি সংস্কার অনুদান, বিনিয়োগ সুবিধা সহ পরিবারে শিশু থাকলে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হচ্ছে।

কিছু উদাহরণ:

আয়ারল্যান্ড: ‘আওয়ার লিভিং আইল্যান্ড’ প্রোগ্রামে ৩০টি দুর্গম দ্বীপে নতুন বাসিন্দাদের জন্য সর্বোচ্চ ৮৪,০০০ ইউরো অনুদান। স্থায়ী বসবাসে ব্যবসা স্থাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ভিসা ও নাগরিকত্বের সুযোগ।

সুইজারল্যান্ড: ভালাইস অঞ্চলের আলবিনেন গ্রামে জনসংখ্যা কমে যাওয়ায় ৩০০০ থেকে ৫০০০ ডলার অনুদান এবং প্রতি শিশুর জন্য ১২,২০০ ডলার দেওয়া হচ্ছে। শর্ত, কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে।

ইতালি: ‘ওয়ান ইউরো হোম’ প্রকল্পে গ্রামীণ বাড়ি মাত্র ১ ইউরোতে বিক্রি হচ্ছে, সংস্কারের জন্য ১০ থেকে ৩০০ ইউরো অনুদান। সার্ডিনিয়ার ছোট শহরগুলোতে সর্বোচ্চ ১৫,০০০ ইউরো দেওয়া হচ্ছে।

স্পেন: এক্সট্রিমাদুর অঞ্চলে নতুন বাসিন্দাদের ৮,০০০–১০,০০০ ইউরো দেওয়া হচ্ছে, ৩০ বছরের কম বয়সী তরুণদের জন্য অতিরিক্ত ৫,০০০ ইউরো।

বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, বরং গ্রামীণ জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক পুনর্জাগরণের কৌশল। নতুন জীবন শুরু করতে চাইলে এসব দেশ হতে পারে চমৎকার গন্তব্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup