সর্বশেষ

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নারীকে পুড়িয়ে হত্যা

Hajrat muhammad 20250902063810

নাইজেরিয়ার নাইজার রাজ্যে মহানবী হযরত মোহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ হত্যাকাণ্ড ঘটে যায়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) এক ব্যক্তি ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। জবাবে তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন, যা আশপাশের লোকজন শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জনতা তাকে মারধর করে এবং শেষে শরীরে আগুন ধরিয়ে দেন। নিহত নারী স্থানীয়ভাবে খাবার বিক্রির কাজ করতেন।

নাইজেরিয়ায় ধর্মীয় অবমাননা নিয়ে সহিংসতা নতুন নয়। এর আগেও এমন ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত তিন বছরে অন্তত দুইজনকে ধর্মীয় কটূক্তির অভিযোগে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।

২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামের এক খ্রিস্টান শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে ইসলাম নিয়ে বিদ্রূপ করার অভিযোগে সহপাঠীরা পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। গত বছর উসমান বুডা নামে এক কসাইও একই অভিযোগে গণপিটুনিতে নিহত হন।

ধর্মীয় অবমাননা শরীয়াহ আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। দেশটিতে প্রায়ই এ ধরনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে চাপে ফেলে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup