সর্বশেষ

হঠাৎ বিমানের দরজা খুলে দিল যাত্রী, অতঃপর…

Suddenly, the passenger opened the plane door, and then...

লন্ডন থেকে জেদ্দাগামী সাউদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। হিথ্রো বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় হঠাৎ এক যাত্রী বিমানের দরজা খুলে দেন। সেই মুহূর্তে উড়োজাহাজটি টার্মিনাল থেকে রানওয়ের দিকে এগোচ্ছিল।

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘটে যাওয়া এ ঘটনায় জরুরি নির্গমন স্লাইড স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপত্তা পরীক্ষার জন্য ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়।

ঘটনার পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং এয়ারলাইনস কর্তৃপক্ষ ত্রুটি সমাধানের কাজ শুরু করে। পরবর্তীতে সাউদিয়ার ক্রুরা বিমানের পুনরায় উড্ডয়নের ব্যবস্থা করে যাত্রীদের ভ্রমণ নিশ্চিত করেন।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। সমস্যার সমাধান শেষে প্রায় চার ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কীভাবে যাত্রীটি এভাবে দরজা খুলতে সক্ষম হলো এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post