আন্তর্জাতিক ফ্লাইট সাধারণত পেশাদারিত্ব ও শৃঙ্খলার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তবে সম্প্রতি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবালার অপ্রত্যাশিত কাণ্ড ঘটে। ৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালা মাদকাসক্ত অবস্থায় বিমানের টয়লেটে নগ্ন পাওয়া যায়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর পেন্টেকস্টকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ফ্লাইটের সময়। যাত্রী ও সহকর্মীরা তাকে উত্তেজিত, ঘামাচ্ছিল এবং বকাবকি করছে এমন অবস্থায় দেখেন।
পরে রক্ত পরীক্ষায় পেন্টেকস্টের শরীরে মেথামফেটামিন ও অ্যামফিটামিনের উপস্থিতি ধরা পড়ে। আদালতে বলা হয়, তিনি ফ্লাইট-পূর্ব নিরাপত্তা পরীক্ষায় ম্যানেজারের নির্দেশ অমান্য করেন এবং পেটের ব্যথার অজুহাত দেখান। অবশেষে একজন সহকর্মী তাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পান।
আরও
উদ্বিগ্ন অবস্থা বিবেচনায় বিমানটি হিথ্রোতে পৌঁছানো পর্যন্ত তার স্বাস্থ্যের পরীক্ষা প্রতি ২০ মিনিটে করা হয়। হিথ্রোতে পৌঁছানোর পর প্যারামেডিকরা তাকে হাসপাতালে নিয়ে যান। আদালত পরে জামিন প্রদান করেছে এবং আইলওয়ার্থ ক্রাউন কোর্টে তাকে উপস্থিত করে বিচার করা হবে।
ব্রিটিশ এয়ারওয়েজ ও বিবিসির পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতের রায়ে পেন্টেকস্টকে আরও শাস্তির মুখোমুখি হতে হতে পারে।











