সর্বশেষ

মাঝ আকাশে অজ্ঞান পাইলট, ককপিটে বসে পরিবারকে বাঁচান মিস্টার বিন

Pilot unconscious in mid air, mr. bean saves family from cockpit

বিশ্বজুড়ে পরিচিত কৌতুক চরিত্র ‘মিস্টার বিন’–এর স্রষ্টা রোয়ান অ্যাটকিনসন শুধু অভিনয়েই নয়, বাস্তব জীবনেও দেখিয়েছেন সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। নব্বইয়ের দশক থেকে দর্শকদের হাসির জোয়ারে ভাসালেও একদিন হঠাৎ করেই নায়ক হয়ে ওঠেন তিনি।

কেনিয়ার আকাশে পারিবারিক ভ্রমণের সময় এক প্রাইভেট বিমানে ছিলেন অ্যাটকিনসন ও তার পরিবার। হঠাৎই বিমানের পাইলট অচেতন হয়ে পড়লে চারদিকে নেমে আসে আতঙ্ক। জীবনের ঝুঁকির সেই মুহূর্তে কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণে নেন এই অভিনেতা।

অ্যাটকিনসনের উপস্থিত বুদ্ধি ও সাহসের কারণে আকাশে ভেসে থাকে বিমানটি। এ সময় তার স্ত্রী পাইলটকে চেতনা ফেরাতে চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত পাইলট জ্ঞান ফিরে পান এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান সবাই।

রোয়ান অ্যাটকিনসন পর্দায় পরিচিত মূলত কৌতুকাভিনেতা হিসেবে। তবে বাস্তবের এই ঘটনা প্রমাণ করে, তিনি শুধু বিনোদনের নায়ক নন, জীবনের ঝুঁকিপূর্ণ মুহূর্তেও প্রকৃত সাহসী চরিত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় মিস্টার বিন চরিত্রে অভিনয় করা তাকে চাপে ফেলে। বর্তমানে তিনি অভিনয় করছেন নেটফ্লিক্সের ‘Man Vs Bee’ সিরিজে এবং সামনে মুক্তি পেতে যাচ্ছে জনি ইংলিশ–এর চতুর্থ কিস্তি ও একটি নতুন মিস্টার বিন অ্যানিমেটেড মুভি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup