সর্বশেষ

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

Netanyahu 'has lost his way'

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, নেতানিয়াহু “পথ হারিয়ে ফেলেছেন” এবং সামরিক অভিযানে “অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি” করছেন।

বুধবার (১৩ আগস্ট) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুক্সন বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু তাদের মতামত উপেক্ষা করছেন, যা তার মতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া ও হামাসকে সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ব্যাহত হচ্ছে, ফলে দুর্ভিক্ষের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। এ প্রেক্ষাপটে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, নিউজিল্যান্ডের জন্য প্রশ্নটি ‘স্বীকৃতি দেব কি না’ নয়, বরং ‘কবে দেব’ সেটাই মূল বিষয়। সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে, নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি মিসর ও জর্ডানের কিছু অংশসহ সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্ত করে এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” আছেন। তার এই মন্তব্যে জর্ডান তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup