সর্বশেষ

বিদেশি নৌযান তাড়াতে গিয়ে নিজেদের যুদ্ধজাহাজে সজোরে ধাক্কা

China rams its own warship while trying to chase away a foreign vessel

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোল এলাকায় ফিলিপাইনের একটি নৌযানকে তাড়া করতে গিয়ে চীনের কোস্টগার্ডের একটি জাহাজ চীনেরই একটি যুদ্ধজাহাজে ধাক্কা দিয়েছে। এতে যুদ্ধজাহাজটির সামনের ডেকে উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ঘটনাটি সোমবার ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

ফিলিপাইনের কোস্টগার্ডের কমোডর জে তারিয়েলা জানান, ফিলিপাইন কোস্টগার্ড কর্মকর্তারা যখন জেলেদের ত্রাণ বিতরণ করছিলেন, তখন চীনা কোস্টগার্ড ঝুঁকিপূর্ণ কৌশল গ্রহণ করে। হঠাৎ মোড় নেওয়ার সময় তাদের একটি জাহাজ কাছাকাছি থাকা চীনা যুদ্ধজাহাজে ধাক্কা দেয়। চীন সংঘর্ষের বিষয়টি স্বীকার করলেও ফিলিপাইনের বিরুদ্ধে তাদের পানিসীমায় জোরপূর্বক প্রবেশের অভিযোগ তোলে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যায়।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীন, ফিলিপাইনসহ একাধিক দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিশেষ করে ২০১২ সালে চীনের দখলে যাওয়ার পর স্কারবরো শোল দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই বিরোধ আরও তীব্র হয়েছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে উত্তেজনা সৃষ্টির জন্য অভিযুক্ত করছে। কিছু ঘটনায় তলোয়ার, বর্শা ও ছুরির মতো অস্ত্র ব্যবহারের কথাও জানা গেছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চীনা কোস্টগার্ডের একটি জাহাজ ফিলিপাইনের নৌযানকে ধাওয়া করছে। হঠাৎ দিক পরিবর্তনের সময় জাহাজটি ধাক্কা খায় নিকটবর্তী বড় আকারের চীনা যুদ্ধজাহাজের সঙ্গে। তবে এতে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফিলিপাইনের কোস্টগার্ড চীনকে বারবার আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। তারিয়েলা সতর্ক করে বলেন, বেপরোয়া নৌচালনা অবশেষে দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে, চীনা কোস্টগার্ড জানিয়েছে, তারা আইন অনুযায়ী কাজ করেছে এবং ফিলিপাইনের জাহাজগুলোকে সরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup