সর্বশেষ

‘সৌদি আরবই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’— রিয়াদ ফোরামে ট্রাম্পের বার্তা

'saudi arabia is the greatest country in the world' trump's message at riyadh forum

সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ হিসেবে অভিহিত করেছেন। রিয়াদে দেওয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃত্ব, অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের প্রশংসা করেন।

ট্রাম্প সৌদি নেতাদের বলেন, রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু হবে। তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘দিন-রাত পরিশ্রমী নেতা’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প তার সৌদি সফরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। তিনি ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ উন্মুক্ত করতে সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনীতির ওপর জোর দেন।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান যা বিশ্বকে নিরাপদ করবে। একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় ট্রাম্প জানান, তিনি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।

প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা ও তার মিত্রদের হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে তিনি দ্বিধা করবেন না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post