সর্বশেষ

যেসব দেশে সম্পত্তি কিনলেই মিলবে নাগরিকত্ব

যেসব দেশে সম্পত্তি কিনলেই মিলবে নাগরিকত্ব

অনেকেরই শখ থাকে একাধিক বাড়ি করার কিংবা স্থায়ীভাবে বিদেশে বসবাসের। আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়? আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি দেশের নাম এবং তাদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী—

১. তুরস্ক

তুরস্কে ২,৫০,০০০ মার্কিন ডলার মূল্যের সম্পত্তি কিনলেই নাগরিকত্ব পাওয়া যায়।

তবে, তিন বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করা যাবে না।

২. গ্রীস

গ্রীসে ২,৫০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে নাগরিকত্ব পাওয়া যায়।

এই নাগরিকত্ব পাওয়ার পর আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে বসবাস ও কাজ করার অধিকার পাবেন।

৩. পর্তুগাল

পর্তুগালে ২,৮০,০০০ ইউরো থেকে ৫,০০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে গোল্ডেন ভিসা পাওয়া যায়।

পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

৪. স্পেন

স্পেনে ৫,০০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে গোল্ডেন ভিসা পাওয়া যায়।

দশ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

ক্যারিবীয় অঞ্চলের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ৪,০০,০০০ মার্কিন ডলার মূল্যের অনুমোদিত রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যায়।

এই দেশগুলোর পাশাপাশি আরও কিছু দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। তবে শর্তাবলী ও বিনিয়োগের পরিমাণ একেক দেশে ভিন্ন হতে পারে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের আইন ও নীতিমালা ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup