সর্বশেষ

টানা তিন বছর পর থামল হাঁচি

Prothomalo

১৯৮১ সাল। যুক্তরাজ্যের বাসিন্দা ব্রিটন ডোনা গ্রিফিথের বয়স তখন মাত্র ১২ থেকে ১৩। একদিন হাঁচি দেওয়া নিয়ে ভারী অদ্ভুত এক সমস্যায় পড়ল সে। প্রথমে একটি হাঁচি দিয়ে শুরু। এরপর একের পর এক হাঁচি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ল গ্রিফিথ। থামার নাম নেই।

ঠান্ডায় অ্যালার্জি যাদের আছে তারা নিশ্চয়ই বিষয়টি খুব ভালোভাবে অনুভব করতে পারছো। তবে আর যাই হোক, ডোনা গ্রিফিথের মতো দুর্দশা যে অন্য আর কারো হয় নি, তা নিশ্চিত।

সেই বছরের ১৩ জানুয়ারিতে শুরু হয় গ্রিফিথের অনিয়ন্ত্রিত হাঁচি দেওয়া। এ নয়, দুই নয়, টানা ৯৭৬ দিন অর্থাৎ ২ বছর ৮ মাস ৬ দিন পর গিয়ে থামে সেটি। ১৯৮৩ সালের আজকের এই দিনে শেষ হাঁচির মাধ্যমে ডোনা গ্রিফিথ নাম লেখায় গিনেজ বুক অব ওয়ার্ল্ডে।

এর আগে মাত্র ছয় মাসের মাথায়, ১৯৮১ সালের জুলাই মাসে সে আগের সব টানা হাঁচির রেকর্ড ভেঙ্গে ফেলে। প্রথম এক বছরে ডোনা গ্রিফিথ অন্তত দশ লক্ষ হাঁচি দিয়েছিল বলে ধারণা করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup