সর্বশেষ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করল আমেরিকা

Biman 20240903 120852524

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান রিপাবলিক থেকে জব্দ করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে স্থানান্তর করা হয়।

গতকাল সোমবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি নিকোলাস মাদুরো ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিমানটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কেনা হয়েছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। তবে কীভাবে উড়োজাহাজটি ডমিনিকান রিপাবলিকে গিয়েছিল, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষের দিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে মার্কিন কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছেন।

নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ওই ব্যক্তিরা একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন বলে কর্মকর্তারা জানান।

মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ‘গত বছর বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রফতানি করা হয়। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভেনেজুয়ালায় অপশাসনের বিষয়টি নিকোলাস মাদুরো যেন উপলব্ধি করতে পারেন সেটি নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও দেখুন 

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup