সর্বশেষ

শ্রম-ভিসা সুবিধার নিয়ম পরিবর্তন করল ইউরোপের এক দেশ

A European country has changed its rules on work visa benefits

ইউরোপীয় দেশ পোল্যান্ড তাদের সহজ শ্রম ভিসা প্রাপ্তির তালিকা থেকে জর্জিয়াকে বাদ দিয়েছে। শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের নব জারি করা নির্দেশনায় দ্রুতগতির শ্রম ভিসা ও কর্মসংস্থান অনুমোদন কোন কোন দেশের নাগরিকরা পাবেন, সেই তালিকা পুনর্গঠন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সুবিধাভোগী থাকা জর্জিয়াকে আর রাখা হয়নি।

জর্জিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিবিলিসিতে অবস্থিত পোল্যান্ডের দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। নতুন তালিকায় আর্মেনিয়া, বেলারুশ, মলদোভা এবং ইউক্রেনের নাগরিকরা আগের মতোই অগ্রাধিকারভিত্তিক ভিসা প্রক্রিয়ার সুবিধা পাবেন, তবে জর্জিয়ার নাম বাদ পড়ে গেছে।

দূতাবাসের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, এ নির্দেশনা কার্যকর হওয়ার আগেই যারা আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন পূর্বের নিয়ম অনুযায়ীই পর্যালোচনা করা হবে। অর্থাৎ নতুন সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে চলমান আবেদনের ওপর পড়বে না।

এ ছাড়া বর্তমানে পোল্যান্ডে বৈধভাবে কর্মরত জর্জিয়ান নাগরিকদের চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা নেই। দূতাবাস জানিয়েছে, তাদের বিদ্যমান কর্মচুক্তি কার্যকর থাকা পর্যন্ত তারা পূর্বের শর্তেই কাজ চালিয়ে যেতে পারবেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হবে না।

এই সিদ্ধান্তকে দুই দেশের শ্রমবাজার নীতির পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইউরোপে শ্রম অভিবাসনের প্রতিযোগিতা বাড়ায় পোল্যান্ড তাদের শ্রম নীতি আরও পরিমার্জিত করার পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup