ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রমিক সংকটে ভুগতে থাকা ইতালি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কর্মী নেওয়ার এই উদ্যোগে বাংলাদেশের নাগরিকরাও উল্লেখযোগ্য সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা ও অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস এক প্রতিবেদনে জানায়, গত ১৮ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে ‘সারকাতি চলতিরি’ নামে পরিচিত ১৪৬ নম্বর ডিক্রি অনুমোদন পায়। ডিক্রির পক্ষে ভোট দেন ১৩১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ৭৫ জন। নতুন নীতিমালা অনুযায়ী ২০২৬ সালে নিয়োগ দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মী, এবং তিন বছরের মধ্যে এ সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে। এর আগে ২০২৩–২০২৫ মেয়াদেও দেশটি সাড়ে চার লাখ কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছিল।
নতুন ‘ফ্লো ডিক্রি’তে বিদেশি কর্মীদের জন্য যুক্ত হয়েছে একাধিক যুগান্তকারী সুবিধা। আবেদন জমা দেওয়ার ৩০ দিনের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যুর বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে, যা আগে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকত। দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করার পর ভিসা আবেদনের সময়সীমা পরীক্ষামূলকভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া কেয়ারগিভার খাতে অতিরিক্ত ১০ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে বলে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন। মানবপাচার বা শোষণের শিকার অভিবাসীদের সুরক্ষা বাড়াতে আবাসিক অনুমতির মেয়াদও ৬ মাস থেকে বাড়িয়ে ১ বছর করা হয়েছে।
আরও
ডিক্রি অনুযায়ী কৃষিক্ষেত্রে দালালচক্র বা ‘গ্যাংমাস্টারিং’ দমনে কঠোর বিধান যোগ করা হয়েছে এবং পরিবার পুনর্মিলনের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা হয়েছে। আর্থিক বা সামাজিক নিরাপত্তা নিয়ম ভঙ্গ করলে বসবাসের অনুমতি বাতিল বা নবায়ন না করার বিধানও যুক্ত হয়েছে, যা অভিবাসন নীতিকে আরও সুসংহত করতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
ইতালির কৃষি, নির্মাণ, রেস্টুরেন্ট, লজিস্টিকস, ফ্যাক্টরি, কেয়ারগিভার ও গৃহস্থালি খাতে ইতোমধ্যেই বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইউরোপের নিম্ন জন্মহার ও দ্রুত বর্ধনশীল প্রবীণ জনগোষ্ঠীর কারণে দেশটিতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। নতুন এই কর্মী নিয়োগ পরিকল্পনা সেই বাস্তবতারই প্রতিফলন।











