ইতালির আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হলো বাংলাদেশি কমিউনিটির নতুন গৌরবের অধ্যায়। মাত্র ২৩ বছর বয়সে ইতালির Polizia di Stato-তে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন মেহেদি হাসান নূর। জন্ম ও বেড়ে ওঠা ইতালিতেই হলেও পারিবারিক শেকড়ের বাংলাদেশি পরিচয় তিনি গর্বের সঙ্গে বহন করেন। তার এই অর্জন এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।
বর্তমানে মেহেদি পাদুয়া মোবাইল ইউনিটে দায়িত্ব পালন করছেন। ইতালির জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে দেশ ও সমাজ আমার পরিবারকে আপন করে নিয়েছে, এখন আমি সেই দেশের জন্য কাজ করতে চাই।” তার এই মন্তব্য ইতালির নেটিজেনদের কাছে অভিবাসী প্রজন্মের সফলতার উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।
মেধা ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অফিসিয়াল পুলিশ ক্যালেন্ডারের মডেল হিসেবেও জায়গা পেয়েছেন মেহেদি। ইতালির সরকারি বাহিনীর ক্যালেন্ডারে কোনো বাংলাদেশি বংশোদ্ভূতের স্থান পাওয়া অভিবাসী-তরুণ প্রজন্মের জন্য বিরল সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও
মেহেদির এই সাফল্যে উচ্ছ্বসিত ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তারা বলছেন, এটি শুধু একজন তরুণের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশ সমাজের সম্মান। নতুন প্রজন্ম এখন আরও আত্মবিশ্বাস নিয়ে মূলধারায় এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।
বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মতে, মেহেদির এই অসাধারণ অর্জন ভবিষ্যতে আরও বেশি অভিবাসী সন্তানকে ইতালির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পৃক্ত হওয়ার পথ দেখাবে। পাশাপাশি, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।











