ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রোমের মেট্রো এ লাইনে কর্মস্থলে যাওয়ার সময় ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সান জোভান্নি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ইকবাল দেওয়ান স্ত্রী ও সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ইতালিস্থ প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও
স্থানীয় প্রবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অধিকাংশ মৃত্যুই হৃদ্রোগজনিত কারণে ঘটছে।
প্রবাসী সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন ও স্বাস্থ্য পরীক্ষার অবহেলা হৃদ্রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সবাই যেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে এবং সচেতন জীবনযাপন করে। এদিকে, ইকবালের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।











