সর্বশেষ

ভিসা নিয়ে প্রবাসীদের যে সুখবর দিলো ইতালি

The good news italy gave about family visas

ইতালি সরকার ফ্যামিলি ভিসা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দূর করতে নতুন অধ্যাদেশ জারি করেছে। সম্প্রতি ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যামিলি ভিসার অনুমতিপত্র এখন থেকে বাধ্যতামূলকভাবে ১৫০ দিনের মধ্যে ইস্যু করতে হবে। এছাড়া, কোনো প্রবাসী যদি বৈধভাবে ইতালিতে গিয়ে প্রতারণার শিকার হন এবং তা প্রমাণ করতে পারেন, তবে তিনি এক বছরের বৈধ অবস্থানের সুযোগ পাবেন।

দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে যেতে না পারায় ভোগান্তিতে ছিলেন। আবেদন প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় বহু প্রবাসীর ফ্যামিলি ভিসা বছরের পর বছর ঝুলে থাকত। এই অভিযোগগুলো পর্যালোচনা করে সরকার প্রক্রিয়া দ্রুততর করতে নতুন নির্দেশনা জারি করেছে।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, ফ্যামিলি ভিসার আবেদন সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বৈধভাবে ইতালিতে গিয়ে প্রতারণার শিকার হলে বা স্পন্সর ভিসায় গিয়ে সমস্যায় পড়লে প্রবাসীরা প্রমাণ সাপেক্ষে এক বছরের বৈধ অবস্থান পাবেন। এমনকি যারা আগে বৈধ ভিসায় এসে পরবর্তীতে অবৈধভাবে অবস্থান করছেন, তারাও শর্তসাপেক্ষে এক বছরের অবস্থান অনুমতি পেতে পারেন।

ইতালি সরকারের এই পদক্ষেপকে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এতে পরিবার পুনর্মিলনের প্রক্রিয়া দ্রুত হবে এবং প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব পাবে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও বলছেন, এই সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি ইতালির মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ফ্যামিলি ভিসা ১৫০ দিনের মধ্যে ইস্যুর বাধ্যবাধকতা ও প্রতারণার শিকার প্রবাসীদের এক বছরের অবস্থানের অনুমতি—এই দুটি বিষয় প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup