সর্বশেষ

গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

Bangladeshi dies in road accident in greece

বিদেশে কাজ করতে গিয়ে আর ফিরে আসতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক সুদীপ ঘোষ (৪০)। বুধবার (২১ আগস্ট) গভীর রাতে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। সুদীপ রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন এবং পরিবার চালানোর জন্য দীর্ঘদিন ধরে গ্রিসে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাত্রা করার সময় একটি খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপের। তার সঙ্গে থাকা আরও একজন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

সুদীপের মৃত্যুতে রাধানগর ঘোষপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী দুলাল ঘোষ জয় জানান, দীর্ঘদিন ধরে পরিবার পরিচালনার দায়িত্বে গ্রিসে কাজ করছিলেন সুদীপ। প্রায় ১২ বছর আগে তার বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাবা-মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে বছর দেড়েক আগে দেশে এসেছিলেন তিনি।

বর্তমানে পরিবারের মধ্যে রয়েছেন সুদীপের মা, স্ত্রী, একমাত্র কন্যাসন্তান এবং কাকার পরিবার। প্রবাসে মৃত্যুর পর, পরিবারের একমাত্র চাওয়া হলো প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদীপের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup