সুইডেনের ওরেব্রো শহরে একটি মসজিদের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলাটি ঘটানো হয়।
পুলিশকে শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ফোন করা হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। ধারণা করা হচ্ছে, আহতদের ওপর বের হওয়ার সময় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ওরেব্রো পুলিশের পক্ষ থেকে এখনও গুলিবর্ষণের বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বন্দুকধারী বা অপরাধীদের ধরা না পড়া পর্যন্ত জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
পুলিশ মুখপাত্র অ্যান্ডার্স ডাহলম্যান জানিয়েছেন, তারা বর্তমানে সক্রিয়ভাবে অভিযুক্তদের অনুসন্ধান করছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং প্রযুক্তিগত তদন্তও চলছে।
উল্লেখ্য, ওরেব্রো শহরে গত ফেব্রুয়ারিতে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে অপরাধীসহ ১১ জন নিহত হয়েছিল।











