সর্বশেষ

জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, গ্রেপ্তার নারী

18 injured in stabbing in germany, woman arrested

জার্মানির প্রধান বন্দরনগরী হামবুর্গে ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলার ঘটনার পরপরই ৩৯ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। তাকে একক হামলাকারী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার সকালে হামবুর্গের ব্যস্ততম কেন্দ্রীয় রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী নারী স্টেশনে প্রবেশের পর হঠাৎ করে সামনে যাকেই পেয়েছেন, তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাকে দ্রুত নিয়ন্ত্রণে এনে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে তোলা হবে তাকে।

হামলার পর এক বিবৃতিতে হামবুর্গ পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পাওয়া যায়নি। তবে হামলাকারীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর জার্মান অংশ আরটিএল জানায়, ওই নারী জার্মান নাগরিক।

D3otzzrycyi7bhe6bwznosf6u4 (1) (1)

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ। আহতদের চিকিৎসায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি বিভাগের কর্মী ও পুলিশকে ধন্যবাদ জানান তারা।

হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত একটি রেলস্টেশন। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ স্টেশনটি ব্যবহার করেন। এমন এক জনবহুল স্থানে এ ধরনের হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জার্মানিতে একাধিক ছুরি হামলার ঘটনা ঘটেছে। তবে পূর্ববর্তী হামলাগুলোর সঙ্গে আশ্রয়প্রার্থীরা সংশ্লিষ্ট থাকলেও এবারের ঘটনায় একজন স্থানীয় নাগরিক জড়িত রয়েছেন বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup