সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে চলচ্চিত্রশিল্পী সমিতি বা পরিবার–পরিজন কারও কাছ থেকেই নিশ্চিত তথ্য মেলেনি।
অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে জানায়, এ ধরনের সংবাদ ভিত্তিহীন এবং তারা নিজেরাও সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব দেখে বিস্মিত হয়েছেন। সূত্রটি আরও জানায়, রিয়াজের মৃত্যু হলে তা এতক্ষণে আনুষ্ঠানিকভাবে জানানো হতো বা গণমাধ্যমে নিশ্চিত তথ্য প্রকাশ পেত।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রিয়াজ প্রকাশ্যে দেখা যাচ্ছেন না এবং তার অবস্থানও স্পষ্ট নয়। কেউ কেউ দাবি করছেন তিনি দেশত্যাগ করেছেন, আবার অনেকেই মনে করছেন তিনি দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, যা গুজবের বিস্তার বাড়িয়েছে।
চলচ্চিত্রের পাশাপাশি রিয়াজ রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের বিভিন্ন কর্মসূচি ও বিদেশ সফরে তাকে দেখা গেছে। ১৯৯০–এর দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশকেরও বেশি সময় তিনি ঢালিউডের শীর্ষ নায়কদের একজন হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।
তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায় ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে তিনি নতুন কোনো ছবিতে কাজ করছেন বলে জানা যায়নি। পরিবার বা সংশ্লিষ্ট কোনো সূত্র নিশ্চিত তথ্য না দেওয়া পর্যন্ত রিয়াজের মৃত্যুর খবরকে ভিত্তিহীন গুজব বলেই গণ্য করা হচ্ছে।










