সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ষষ্ঠ ‘রিয়াদ সিজন’-এ অংশ নিতে বর্তমানে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রিয়াদে একটি হোটেলে অবস্থানকালে তার অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী রেখে যাওয়া ছোট্ট একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
দীঘি জানান, সকালে হোটেল ছেড়ে বের হওয়ার সময় তিনি রিসেপশনে রুমটি পরিষ্কার করার অনুরোধ জানান। পরে কেনাকাটা শেষে ফিরে এসে নিজের টেবিলে একটি ছোট কাগজ দেখতে পান। চিরকুটটিতে পরিচ্ছন্নতাকর্মী মাত্র একটি লাইন লিখে গেছেন— “আপু, আপনার সঙ্গে দেখা করতে পারব?”— যা দেখে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন।

আরও
অভিনেত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চিরকুটটির ছবি পোস্ট করে লেখেন, ডিজিটাল যুগে এমন আন্তরিকতার প্রকাশ সত্যিই হৃদয়ছোঁয়া। দীঘির মতে, সম্ভবত পরিচ্ছন্নতাকর্মীটি বাংলাদেশি, এবং তার এই সরল ইচ্ছা তাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে।
দীঘি আরও জানান, এ ধরনের ভালোবাসা তাকে নতুন করে উপলব্ধি করায় যে, প্রকৃত আন্তরিকতা এখনো চিঠির মাধ্যমেই বেঁচে থাকে। তিনি বলেন, ভক্তদের এই নীরব ভালোবাসা তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
অভিনেত্রী আশা প্রকাশ করেন, দেশ-বিদেশের ভক্তদের এই স্নেহ এবং সমর্থন যেন সারাজীবন একইভাবে সঙ্গে থাকে।











