চিত্রনায়িকা পরীমনি বরাবরই তার ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। প্রেম, বিবাহ বা বিচ্ছেদ—সবই ভক্তদের কৌতূহলকে জাগিয়ে তোলে। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্টকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পরীমনি নিজের ফেসবুকে সানগ্লাস পরিহিত একটি ছবি পোস্ট করেন। ছবিতে তার এলোমেলো চুল ও স্নিগ্ধ রূপ নজর কাড়ে। পোস্টে তিনি লিখেছেন, “এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুক্রবারের শুভেচ্ছা।” এই মন্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ভক্তরা মন্তব্যে জানতে চাইছেন, কে সেই ব্যক্তি যাকে পরীমনি নিজের বলে দাবি করেছেন। কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?”, আবার কেউ মন্তব্য করেছেন, “ভালোবাসাই শক্তি।” ছবির সাথে পরীমনির সৌন্দর্যের প্রশংসা করতেও কমেন্টে চোখে পড়ছে।
আরও
পরীমনির প্রেম সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর তিনি দুই ছেলে-মেয়ের সঙ্গে একাই সংসার করছেন এবং ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের লালন-পালন করছেন। এর আগে তার মামলায় জামিনদার হিসেবে সংগীতশিল্পী শেখ সাদীকে দেখা গিয়েছিল, যার পর শোনা গিয়েছিল তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও।
গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পদ্মের জন্মদিনের আয়োজনেও গায়ক সাদীকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে প্রেমের বিষয়টি বরাবরই উভয় পক্ষই অস্বীকার করেছেন।










