সর্বশেষ

ভারতে বাংলাদেশি মডেল গ্রেপ্তার, ভুয়া নথিপত্র উদ্ধার

Bangladeshi model arrested in india, fake documents recovered

ভারতের কলকাতার যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ সম্প্রতি বিক্রমগরের একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে ভারতের আধার কার্ড, ভোটার কার্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে জাল নথিপত্র ব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভুয়া তথ্য ব্যবহার করে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো নথির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে শান্তা যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে ছিলেন। তবে বিভিন্ন সময় তিনি বিভিন্ন স্থানে ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়েরের সময়ও তিনি একটি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন, যা পুলিশকে সন্দেহে ফেলেছিল।

তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার পরিচয়পত্র। শান্তা ঠিক কোন প্রক্রিয়ায় ভারতের আধার এবং ভোটার কার্ড সংগ্রহ করেছিলেন, সেটি খতিয়ে দেখতে ইউআইডিএআই, নির্বাচন কমিশন এবং খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

জানা যায়, শান্তা পাল বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের হয়ে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এছাড়াও তিনি তামিল ভাষার ‘ইয়েরালাভা’ সিনেমায় অভিনয় করেন, যেটির পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post