সর্বশেষ

গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল

গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। মন্ত্রণালয় গত ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে, লাইসেন্সধারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দিতে হবে।

গতকাল রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো।

এতে আরো বলা হয়, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup