সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে ২৩০ কোটি ডলার মূল্যের একটি বিশাল ও গোপন সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ইন্টেলিজেন্স অনলাইন’ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সম্পাদিত এই চুক্তিটি ইসরায়েলি প্রতিরক্ষা খাতের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মাসে এলবিট সিস্টেমস ক্রেতার নাম গোপন রেখে এই বিপুল অংকের অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে ক্রেতা রাষ্ট্রটি সংযুক্ত আরব আমিরাত।
এই ঐতিহাসিক চুক্তির আওতায় আমিরাত মূলত ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত ‘জে-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে, যা লেজার প্রযুক্তির মাধ্যমে শত্রু ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। স্পর্শকাতর এই প্রযুক্তিটি যৌথ প্রকল্পের আওতায় সরাসরি আমিরাতেই উৎপাদিত হবে এবং পুরো প্রকল্পটি বাস্তবায়নে প্রায় আট বছর সময় লাগবে।
আরও
২০২০ সালের ‘আব্রাহাম চুক্তির’ পর দুই দেশের সামরিক সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌঁছেছে, এই চুক্তি তার প্রমাণ। তবে বিশাল এই গোপনীয় লেনদেন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, এই উন্নত প্রযুক্তি মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও আরব আমিরাত সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।









