অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা দেশটিকে নাড়িয়ে দিয়েছে। ‘চানুকা বাই দ্য সি’ নামের ওই উৎসবে চালানো গুলিবর্ষণে অন্তত ১৬ জন মারা যান। নিহতদের মধ্যে ছিলেন ১০ বছর বয়সী এক কন্যাশিশু থেকে ৮৭ বছর বয়সী এক প্রবীণ নারী। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি অস্ট্রেলিয়ায় প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গণগুলি চালানোর ঘটনা।
তদন্তে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত দুইজনই পাকিস্তান বংশোদ্ভূত—৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম। নিউ সাউথ ওয়েলস পুলিশ সোমবার তাদের পরিচয় নিশ্চিত করে জানায়, হামলার কয়েক দিন আগে সাজিদ ও নাভিদ পরিবারের সদস্যদের জানান যে তারা দক্ষিণ উপকূলে মাছ ধরতে যাচ্ছেন। তবে সেই সফরই শেষ পর্যন্ত রূপ নেয় পূর্বপরিকল্পিত হামলায়।
ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন সাজিদ আকরাম। তিনি বৈধভাবে ছয়টি আগ্নেয়াস্ত্রের মালিক ছিলেন এবং একটি বিনোদনমূলক বন্দুক ক্লাবের সদস্য ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় গ্রেফতার হওয়া ছেলে নাভিদ আকরাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও
পুলিশ জানায়, সাজিদ আকরাম ১৯৯৮ সালে পাকিস্তানের লাহোর থেকে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন এবং ২০০১ সালে স্থায়ী আবাসনের অনুমতি পান। একই বছরে জন্ম নেওয়া তার ছেলে নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাসকারী এই বাবা–ছেলের এমন হামলা অস্ট্রেলিয়ার কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ নীতিকেও নতুন করে আলোচনায় এনেছে।
এই ঘটনায় দেশজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সিডনিসহ বিভিন্ন রাজ্যে এবং হামলার উদ্দেশ্য ও সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখছে সন্ত্রাসবিরোধী ইউনিট।











