সর্বশেষ

বৈধভাবে অর্থ পাঠাতে মালদ্বীপে দেশীয় ব্যাংক শাখা খোলার দাবি প্রবাসীদের

Maldivs

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো সহজ করতে দেশটিতে বাংলাদেশের ব্যাংক শাখা খোলার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের বার্ষিক গণশুনানি–২০২৫ ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা এ দাবি উত্থাপন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

সভা শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ কনস্যুলার উইংয়ের ২০২৫ সালের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এরপর আমন্ত্রিত প্রবাসীরা কনস্যুলার সেবা, বিভিন্ন জটিলতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ও মতামত দেন। আলোচনায় প্রবাসীদের দৈনন্দিন সেবা ও দাপ্তরিক সহযোগিতা নিয়ে একাধিক বিষয় উঠে আসে।

পরবর্তী অংশে হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইংয়ের ২০২৫ সালের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসীরা শ্রমসংক্রান্ত নানা সমস্যা ও মতামত তুলে ধরেন। সভায় উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেন হাইকমিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ। পাশাপাশি তিনি পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো. নাজমুল ইসলাম প্রবাসীদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং মালদ্বীপে চলমান বৈধকরণ প্রক্রিয়াটি যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক নিয়মে পোস্টাল ভোট প্রদান, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং ‘ফ্রি ভিসা’ প্রলোভনে না পড়ার বিষয়ে সতর্ক করেন। মালদ্বীপে আসার আগে যথাযথ তথ্য যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপে বাংলাদেশের ব্যাংক শাখা খোলার বিষয়ে জোরালো দাবি জানানো হয়—যাতে স্থানীয় মুদ্রায় সহজ ও বৈধ প্রক্রিয়ায় দেশে অর্থ পাঠানো যায়। হাইকমিশনার জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে কাজ করছেন এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup