সর্বশেষ

মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Two Bangladeshi expatriates die in Maldives within hours

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর বেশিরভাগই হৃদরোগজনিত জটিলতার ফলে ঘটছে বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আরও দুই বাংলাদেশি—আহমেদ কামাল (৪৮) এবং সেলিম উদ্দিন (৬৪)। তারা দু’জনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানী মালেতে পৃথক দুই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন তারা। পরে সহকর্মীরা দ্রুত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।

বাংলাদেশ মিশন জানায়, বৈধ নথিপত্র থাকা আহমেদ কামালের মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করবে তার ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রবাসী সহকর্মীরা ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালদ্বীপে বসবাসরত সেলিম উদ্দিনের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে।

দুজনের মৃত্যুর খবর মালদ্বীপে থাকা বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমান আহমেদ কামাল। গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন তিনি। অপরদিকে সেলিম উদ্দিন রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup