সর্বশেষ

মালদ্বীপে যৌথ অভিযানে ৬৬ প্রবাসী গ্রেফতার

66 expatriates arrested in joint operation in Maldives

মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধভাবে বসবাস ও কাজের অভিযোগে ৬৬ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ সার্ভিস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের যৌথ টাস্কফোর্স। গত বুধবার সন্ধ্যায় শহর ও আশপাশের সড়কগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ সময় বিপুল সংখ্যক অভিবাসীকে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় পাওয়া যায়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের সময় মোট ৩৪৭ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা এবং আইন অনুযায়ী তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের তৎপরতা জরুরি বলে মন্তব্য করেছে পুলিশ কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ উদ্বেগ প্রকাশ করে জানায়, সাম্প্রতিক সময়ে বিদেশিদের ‘ফ্রি ভিসা’ অপব্যবহার, নিবন্ধিত চাকরির বাইরে অন্য কাজে যুক্ত হওয়া এবং স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব অনিয়ম মালদ্বীপের শ্রমবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

সরকার জানিয়েছে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মালদ্বীপে বৈধ বসবাস ও কর্মসংস্থানের নিয়ম মানতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup