সর্বশেষ

মালদ্বীপ প্রবাসী সেলিমকে বিমান টিকিট দিলো হাইকমিশন

High commission provides plane ticket to maldives expatriate selim

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি শ্রমিক সেলিমের দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। রবিবার (১০ নভেম্বর) রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত সেলিমের খোঁজখবর নেন তিনি।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট সরবরাহ করা হয়েছে। এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Maldevs3 20251112135456

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন। নির্মাণাধীন ভবনের উচ্চতা থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন।

আহতের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় হাইকমিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে হাইকমিশনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Maldevs2 20251112135445

তিনি আরও বলেন, “বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাইকমিশন সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” আজ (১১ নভেম্বর) সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup