মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী মো. সালিমের (৪৭) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১০ নভেম্বর) তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।
হাসপাতাল পরিদর্শনের সময় হাইকমিশনার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সালিমের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হাইকমিশনের পক্ষ থেকে সালিমকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয়। পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিটও সরবরাহ করা হয়েছে।
জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের নবম তলায় রংয়ের কাজ করার সময় নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন সালিম। এতে তার কোমর ও একটি পা অচল হয়ে যায়। বৈধ কাগজপত্র না থাকায় তিনি দেশে ফিরতে পারছিলেন না এবং চিকিৎসার ব্যয় বহন করাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। শুরুতে ভবনের মালিক চিকিৎসার খরচ বহন করলেও পরে তা বন্ধ করে দেন।
আরও
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, সালিম নিজে ও তার সহকর্মীরা হাইকমিশনের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন। বিষয়টি জানার পরপরই হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং দ্রুত তার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করে।
আহত প্রবাসীর সহকর্মী মো. শরীফ উল্লাহ বলেন, সালিম প্রায় আট বছর ধরে মালদ্বীপে বিভিন্ন নির্মাণ প্রকল্পে কাজ করতেন। দুর্ঘটনার পর তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। “হাইকমিশনের সহায়তা না পেলে তার দেশে ফেরা ও চিকিৎসা সম্ভব হতো না,” বলেন শরীফ। স্থানীয় প্রবাসী সমাজ হাইকমিশনের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছে।











