সর্বশেষ

বায়োমেট্রিক সম্পন্ন না করলে প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে

Dhakatoday1760389811maldives 20251013193237

মালদ্বীপ সরকার সতর্ক করে বলেছে, আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করলে প্রায় ২৭ হাজার প্রবাসী ইমিগ্রেশন আইনের আওতায় দেশে ফেরত পাঠানো হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের অবশ্যই ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবনের জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন সিস্টেমের মাধ্যমে বা যৌক্তিক কারণ ছাড়া নিবন্ধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধনের কার্যক্রম ‘অপারেশন কুরাঙ্গি’ উদ্যোগের মাধ্যমে গত বছরের মে মাসে শুরু হয়। রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরের শেষে জানিয়েছেন, এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন বিভাগ ও স্থানীয় পুলিশ অনিয়মিত অভিবাসীদের শনাক্তকরণ এবং অপসারণে যৌথ অভিযান চালাচ্ছে। সরকার ঘোষণা করেছে, ক্ষমতার প্রথম তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ প্রবাসীদের সতর্ক করে বলেন, “বায়োমেট্রিক নিবন্ধন এখন বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে প্রবাসীরা আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। তাই দ্রুত নিবন্ধন সম্পন্ন করা জরুরি।”

প্রবাসীরা বলছেন, বায়োমেট্রিক সম্পন্ন না হলে দেশের বাইরে থাকা অনেকেই জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এ কারণে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সরকারিভাবে প্রচারণা চালানো হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup