মালদ্বীপে প্রবাসীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। অবৈধভাবে কাজ করলে জেল, জরিমানা এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য নিজ দেশে ফেরত পাঠানোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মালদ্বীপে কর্মরত সকল বাংলাদেশি প্রবাসীকে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন, যা কর্মী ভিসা চালু থাকায় প্রতিদিনই বাড়ছে।
বাংলাদেশ হাইকমিশন জানায়, মালদ্বীপে ফ্রি ভিসা বলে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোনো কোম্পানির নামে ভিসা গ্রহণ করলে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা, ব্যবসা করা বা আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির পাশাপাশি ডিপোর্ট করার ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক বাংলাদেশি প্রবাসী বারবার সতর্ক করার পরও ফ্রি ভিসায় এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। এই ধরনের কর্মকাণ্ড মালদ্বীপ সরকার এবার কঠোর হাতে দমন করবে বলে স্পষ্ট করা হয়েছে।
আরও
অন্যদিকে, ভ্রমণ ভিসায় মালদ্বীপে প্রবেশ করলে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ভ্রমণ ভিসায় এসে চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হলে তা আইনের আওতায় দণ্ডনীয় বলে জানানো হয়।
বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ জানান, ভিসার শর্ত লঙ্ঘন করলে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ডের বিধানও রয়েছে। তিনি মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আইন মেনে চলার আহ্বান জানান।











