মালদ্বীপে বিপুল পরিমাণ নগদ অর্থসহ অবৈধ মুদ্রা লেনদেনের অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
মালদ্বীপ পুলিশ জানায়, রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৮ হাজার মালদিভিয়ান রুপিয়া, ১ হাজার ৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের হেফাজতের নির্দেশ দেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আরও
উল্লেখ্য, মালদ্বীপে সরকারিভাবে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১৫.৪২ মালদিভিয়ান রুপিয়া হলেও কালোবাজারে এই হার ২০ রুপিয়ার বেশি, যা অবৈধ মুদ্রা ব্যবসাকে লাভজনক করে তুলেছে।











