সর্বশেষ

মালদ্বীপে ব্যাপক অভিযানে ৮১ অবৈধ প্রবাসী আটক

81 illegal immigrants arrested in massive operation in maldives

মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাজধানী মালে সিটিতে ব্যাপক অভিযানে ৮১ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলা এ অভিযানে ইমিগ্রেশনের ১৬০ কর্মকর্তা, ৬৬ জন পুলিশ সদস্য এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, অভিযানের সময় মালে সিটির ৪৬৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৯৩২ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৮১ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।

অভিযানে আরও জানা গেছে, কিছু বিদেশি অবৈধভাবে ব্যবসার সঙ্গে যুক্ত। অন্তত ১০টি অবৈধ ব্যবসার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ব্যবসা বিদেশি ও স্থানীয়দের যৌথভাবে পরিচালিত বলে ইমিগ্রেশন কর্মকর্তারা উল্লেখ করেন।

কর্তৃপক্ষ জানায়, অবৈধ বিদেশিদের শনাক্ত করে দ্রুত দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চলছে। এর আগে রোববারের আরেক অভিযানে আরও ২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছিল।

ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ বলেন, অভিযানটি তিন ধাপে পরিচালিত হবে। শুধু অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধেই নয়, বরং বিদেশি ও স্থানীয়দের যৌথভাবে পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বীকার করেন, প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার কারণে এ লড়াই কঠিন হলেও গুরুত্বের সঙ্গে কাজ করলে প্রচেষ্টা সফল হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup