সর্বশেষ

মালয়েশিয়ায় অবৈধ ওষুধের গুদামে হানা, বাংলাদেশি আটক

Bangladeshi arrested in raid on illegal drug warehouse in Malaysia

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্য মজুদের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল–৩)। অভিযানে গুদামটির দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কুয়ান্তান–সুঙ্গাই লেম্বিং সড়কের পাশে অবস্থিত গুদামটিতে অভিযান পরিচালনা করা হয়। মেরিন পুলিশ অঞ্চল–৩-এর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুলাফেন্দি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং তল্লাশিতে বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য উদ্ধার করা হয়।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১১ ধরনের পণ্য—৩৭১ বক্স বিভিন্ন প্রকার ওষুধ এবং ৭৫০ কার্টন এনার্জি ড্রিংক। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার ৪০৫ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমপরিমাণ বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এসব পণ্য বিদেশ থেকে আনা হলেও মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা ফার্মাসি বিভাগের প্রয়োজনীয় কোনো বৈধ অনুমোদন ছিল না। ফলে এগুলোকে অনুমোদনহীন ও সম্ভাব্য জনস্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য হিসেবে বিবেচনা করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কমান্ডার জুলাফেন্দি হাসান জানান, আটক বাংলাদেশি নাগরিক ও জব্দকৃত পণ্য পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৫২ সালের বিষ আইন, ওষুধ ও প্রসাধনী নিয়ন্ত্রণ বিধিমালা এবং ১৯৮৩ সালের খাদ্য আইনের আওতায় ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো; পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনুমোদনহীন ওষুধ ও স্বাস্থ্যপণ্যের বিরুদ্ধে নজরদারি জোরদারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup