মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জোহর বাহরুতে দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ জানুয়ারি অগ্রণী রেমিট্যান্স হাউসে হাইকমিশনের একটি মোবাইল টিম এই সেবা কার্যক্রম পরিচালনা করে।
ক্যাম্পে ই-পাসপোর্ট এনরোলমেন্ট, প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ, জন্মনিবন্ধনের সত্যায়ন, নথিপত্রের প্রত্যয়ন, পাওয়ার অব অ্যাটর্নি, দূতাবাসী সনদসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়। এক স্থানে একাধিক জরুরি সেবা পাওয়ায় দূরবর্তী অঞ্চল থেকে আসা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেন।
হাইকমিশন সূত্র জানায়, জোহর বাহরু ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকলেও নিয়মিত সেবা গ্রহণের জন্য অনেককে কুয়ালালামপুরে যেতে হয়, যা সময় ও ব্যয়ের বড় চাপ সৃষ্টি করে। এসব বিবেচনায় মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়। ভবিষ্যতেও প্রবাসীঘন এলাকায় এ ধরনের সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
আরও
দুই দিনের কার্যক্রমে সকাল থেকেই প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা দেওয়ায় অপেক্ষার সময় কম ছিল বলে জানান অনেকেই। তারা মনে করেন, দ্রুত ও আন্তরিক সেবা পাওয়ায় দীর্ঘদিনের নানা কাগজপত্র জটিলতা সহজেই সমাধান হয়েছে।
হাইকমিশনের কর্মকর্তারা বলেন, প্রবাসীদের প্রয়োজন ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, নিয়মিত এই ধরনের ক্যাম্প আয়োজন করলে প্রবাসীদের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং হাইকমিশনের সঙ্গে প্রবাসী কমিউনিটির সম্পর্ক আরও সুদৃঢ় হবে।










