সর্বশেষ

মালয়েশিয়ায় লরি দুর্ঘটনা: এ পর্যন্ত ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Lorry accident in Malaysia 3 Bangladeshi expatriates dead so far

মালয়েশিয়ার পাহাং প্রদেশের রোম্পিন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। সর্বশেষ নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আসকার (৪১)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে জোহর রাজ্যের সেগামাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আসকার মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর আগে একই দুর্ঘটনায় শনিবার ঘটনাস্থলেই প্রাণ হারান মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। নিহত তিনজনই জোহর রাজ্যের সেগামাত এলাকায় বসবাস করতেন এবং একটি পাম বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

রোম্পিন জেলা পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্দোই জানান, শনিবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে জালান সেলাঞ্চার–রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। চারজন বাংলাদেশি শ্রমিক মালিকের একটি ডাইহাটসু লরিতে করে পাম বাগানের কীটনাশক বহন করছিলেন। পথে একটি গাড়িকে ওভারটেক করার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় লরিটি চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনায় তিনি অক্ষত থাকলেও তাকে আটক করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালকের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা রুজু করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ার পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup